নাজিরপুরে ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল

পিরোজপুরের নাজিরপুরে উপজেলা ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম শামীম হাসানের সভাপতিত্বে ও সদস্য সচীব তারিক আব্দুল্লাহ বাপ্পী’র পরিচালনায় অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন।
বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য সচীব গাজী অহিদুজ্জামান লাভলু, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবু হাসান খান, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক শেখ বদিউজ্জামান রুবেল, জেলা ছাত্রদলের সহসভাপতি মো. ইমরান আহম্মেদ সজীব, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার, যুগ্ম-সম্পাদক সরদার রাহাত নুর পরাগ প্রমুখ।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গনতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে। যতক্ষন পর্যন্ত নিরদলীয় নিরাপক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং দেশমাতা খালেদা জিয়ার মুক্তি না হয় ততক্ষন পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।
এইচকেআর