ইন্দুরকানীতে ৩০ ভুমিহীন পরিবার পেল জমিসহ ঘর

প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে ইন্দুরকানীতে ৩০ ভ’মিহীন পরিবার জমি সহ ঘর পেল।
মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর হস্তান্তর কার্যক্রম উদ্ধোনের পর এ উপজেলা ৩০ জনকে ঘরের চারী সহ ঘরের দলিল হস্তান্তর করা হয়।
ঘরের চাবী হস্তান্তর করেন পিরোজপুরের সহকারী জেলা প্রশাসক মুনিরা খানম। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেসা খানমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি মৌসুমী নাসারীন, পি আইও মো. শফিকুল ইসলাম. উপজেরা আওয়ামীলীগের সহ- সভাপতি মাহমুদুল হক দুলাল।
মঞ্চে নমুন ঘর উপস্থাপন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্ত মশিদুল হক।
এইচকেআর