ঢাকা রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

Motobad news

ঈদে প্রধানমন্ত্রীর আর্থিক সহযোগিতা পেল পিরোজপুরের দেড়শ' পরিবার 

ঈদে প্রধানমন্ত্রীর আর্থিক সহযোগিতা পেল পিরোজপুরের দেড়শ' পরিবার 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

করোনার প্রভাবে পিরোজপুরে ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে আর্থিক সহযোগিতা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর পক্ষে প্রত্যেক পরিবারকে দুই হাজার টাকা করে দিয়েছেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে অসহায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে সহায়তা তুলে দেওয়া হয়।

বাজারে যখন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি চলছে, সেই মুহূর্তে প্রধানমন্ত্রীর আর্থিক সহযোগিতা পেয়ে খুশি দরিদ্র পরিবারগুলো।


এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বশির আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন