নাজিরপুরে সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার

পিরোজপুরের নাজিরপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী সাবেক ছাত্রদল নেতা মো. ছাব্বির হোসেন (৩৬) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার ভোর রাতে তাকে উপজেলা সদরের নাজিরপুর ডিগ্রী কলেজ সংলগ্ন সহিদ মাস্টারের ভাড়া বাসা থেকে আটক করা হয়। তিনি উপজেলার দীর্ঘা ইউনিয়নের পাতিটাবাড়ি গ্রামের মো. শাহাদাৎ হোসেন পুত্র ও ওই ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।
নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, গ্রেফতারকৃত যুবক হুমায়ুন কবির ২০০৭ সালে একটি মারামারি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামী। তিনি ওই মামলার সাজা হওয়ার পর গত প্রায় এক বছর ধরে গ্রেফতার এড়াতে নিজেকে আত্মগোপন করে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ওই রাতে গ্রেফতার করা হয়।
এইচকেআর