ঢাকা রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

Motobad news

ভান্ডারিয়ায় শেষ মুহুর্তে মার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড়

ভান্ডারিয়ায় শেষ মুহুর্তে মার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড়
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের ভান্ডারিয়ায় ঈদের কেনা কাটায় ব্যাস্ত সময় পার করছে ক্রেতা বিক্রেতারা। ঐতিহ্যবাহী ভান্ডারিয়া বাজারে ও  উপজেলা ছাড়াও পার্শবর্তী বিভিন্ন উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাদের পরিবারের সদস্যদের জন্য সাধ্যানুযায়ী কেনা কাটা করে থাকেন। 

শনিবার (৩০এপ্রিল)সহ বেশ কয়েকদিন বাজার ঘুরে হোসেন প্লাজা, আদি বস্ত্রালয়, দিংকর টেইলার্স এন্ড গার্মেন্টস ,বিসমিল্লাহ গার্মেন্টস,শুসিল কসমেটিক্স, তালুকদার , মুক্তা গার্মেন্টস সহ বাজারের বিভিন্ন সপিংমল, বিপনি বিতান এবং ফুট পাতের দোকান গুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। 

আলাপ কালে হোসেন প্লাজার ব্যবসায় সোহেল সিকদার, রুবেল খান,সানু আকন সহ বেশ কয়েক দোকানি জানান, মফস্বল এলাকায় চলন্ত সিড়ি,লিফট থাকায় এ উপজেলা ছাড়াও পার্শবর্তী বিভিন্ন উপজেলার সম্ভ্রান্ত ও অভিজাত পরিবার ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এখানে স্বস্তিতে সুলভ মূল্যে কেনা কাটা করতে পাড়ায় প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত এবং সন্ধ্যা থেকে অধিক রাত পর্যন্ত চলে কেনা বেচা। বাজারের আদি ব্যবসায়ী দিপংকর মিস্ত্রি জানান, করোনার কারনে গত দুই বছর বেচা কেনা ভালো ছিলনা। এবছর এ উপজেলার সব দোকানেই রাত পর্যন্ত ভালো বেচা কেনা হয়। এবছর জারা,সাহারা,কাচা বাদাম সহ বিভিন্ন ধরনের রকমারি পোষাক পাওয়া যায়। দাম এবং চাহিদার মধ্যে বিস্তর ফারাক না থাকায় ভালো বেচা কেনা হয়। 

 এদিকে ঈদের আর মাত্র এক দিন বাকি থাকায় ঈদে প্রথম হলো পোষাক। তাই শ্রেণি ভেধে সব পরিবারের শেষ মুহুর্তে কসমেটিক্স ,গহনা কেনায় ব্যস্ত সময় পার করছে নারীরা। এবং পুরুষ টুপি ,আতর সহ ঈদের দিনের নাস্তার বিভিন্ন জিনিসপত্র ক্রয় করছে বলে জানান ব্যবসায়ীরা। 
     
অন্যদিকে দুই বছর পর পরিবারের সকলের সাথে একত্রে ঈদ উদ্যাপন করতে কর্মস্থল থেকে আগে ভাগেই গ্রামে আসতে শুরু করছে বিভিন্ন শ্রেণি পেশার কর্মজীবীরা। তার প্রভাব পড়ছে স্থানীয় দোকান ,সপিংমল ,বিপনি বিতান গুলোতে।

ভান্ডারিয়া থানর ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, দুই বছর পরে এত আনন্দঘন পরিবেশে পরিবারের সাথে ঈদ করতে পাড়ায় বিভিন্ন কর্মস্থল থেকে তারা অনেকটা আগেই বাড়ি আসতে শুরু করছে। তাই তারা যেন শান্তিপূর্ণ ভাবে স্বস্তিতে কেনা কাটা করতে পারে এ জন্য বাজার এবং ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে লঞ্চঘাট, বাসস্ট্যান্ডে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন