ইন্দুরকানীতে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে উপজেলা বিএনপির সভাপতি আঃ লতিফ হাওলাদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফায়জুল কবির তালুকদারের সঞ্চালণায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আলমগীর হোসেন, বিশেষ অতিথি জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাভলু, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহম্মেদ মঞ্জুর সুমন।
বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, কেন্দ্রিয় যুবদলের সহ-সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, কেন্দ্রীয় শ্রমিক দল নেতা আব্দুল আউয়াল আকন সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসএম