ভান্ডারিয়ায় অসহায়দের মাঝে শাড়ি ও খাদ্য সামগ্রী বিতরণ

পিরোজপুরের ভান্ডারিয়ায় পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে রবিবার (১মে) সকালে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক, সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার গ্রামের বাড়ি পূর্ব ভান্ডারিয়া মিয়া বাড়ি মাঠে তার ছোট ভাই মুক্তিযোদ্ধা সংগঠক এবং সাবেক সদর ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম মোফাজ্জল হোসেন চাঁন মিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবারের মতোও অসহায় দরিদ্রদের মাঝে শাড়ি বিতরণ করা হয়।
এ ছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে দুপুরে উপজেলার সকল আশ্রয়ণ নিবাসী পরিবারের মাঝে পোলার চাল,তেল,চিনি,গুরোদুধ,লুডুস সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
দুপুরে আশ্রয়ণ প্রকল্প গুলোতে বিতরণ করেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর, সহকারী কমিশনার ভূমি রুমানা আফরোজ। এ সময় স্ব স্ব এলাকার জনপ্রনিধি,গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ দিকে সকালে পূর্ব ভান্ডারিয়া মিয়া বাড়ি মাঠে বিতরণ করেন চাঁন মিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিল্পপতি মো. জাকির হোসেন নিজাম, ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মাহমুদ হোসেন, জাতীয় পার্টি- জেপির উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, জাতীয় পার্টি- জেপির উপজেলা যুগ্ম আহবায়ক এবং পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার,জেপি নেতা ও কাউন্সিলর মো. ছালেক তালুকদার প্রমুখ।
বিতরণ কাজে অংশ নেন জেপি নেতা শাহারিয়ার হোসেন দুলাল মল্লিক, মো. কবির হাওলাদার,মো. মানিক হাওলাদার, দুঃস্থ কল্যাণ সংস্থার প্রশাসনি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা কাজী আতাহার হোসেন,যুবসংহতি নেতা লিটন তালুকদার, যুবসংহতি নেতা ও সাবেক ইউপি সদস্য মো. বাবু তালুকদার,আজিজুল হক বাবু প্রমুখ।
এইচকেআর