মঠবাড়িয়ায় বিএনপির পক্ষ থেকে শাড়ি-লুঙ্গি বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়া বিএনপি সুবিধা বঞ্চিত তিন শতাধিক পরিবারের মাঝে শাড়ী-লুঙ্গি বিতরণ করেছেন। সোমবার সকালে পৌর শহরের দলীয় কাযালয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
এসময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম বাবুল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল, পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম হুমায়ুন কবির, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম প্রমূখ।
এসময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন ফারুক, বিএনপি নেতা মাহাবুবুল ইসলাম, বাবুল হায়দার, এনায়েত কবির দুলাল, নাসির খান উপস্থিত ছিলেন।
এইচকেআর