ঢাকা বুধবার, ২২ অক্টোবর ২০২৫

Motobad news
শিরোনাম
  • চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন চেয়ারম্যান ও তার আত্মীয়র বিরুদ্ধে সরকারি খাস জমিতে অবৈধ মার্কেট নির্মাণের অভিযোগ নির্বাচন নিরপেক্ষ করার জন্য যা দরকার করব, বিএনপিকে প্রধান উপদেষ্টা দলীয় লোক অপসারণ করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি বিএনপির বাড়িভাড়া বাড়ানোয় ‘সন্তুষ্ট’ শিক্ষকরা, আন্দোলন স্থগিত বুধবার থেকে ক্লাসে ফিরছেন শিক্ষকরা, খোলা থাকবে শনিবারও সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণে খসড়া প্রস্তাব চূড়ান্ত নিষিদ্ধ ছাত্রলীগের নাজিরপুরের সভাপতি ভাইসহ ঢাকায় গ্রেফতার শিয়ালবাড়ী অগ্নিকাণ্ডে নিহত প্রকৌশলীর দাফন আমতলীতে সম্পন্ন বামরাইলে ব্রিজে ভয়াবহ ফাটল, পরিদর্শন করলেন ইউএনও
  • প্যান্ডোরা পেপার্সের নতুন তালিকায় আরো ৩ বাংলাদেশির নাম

    প্যান্ডোরা পেপার্সের নতুন তালিকায় আরো ৩ বাংলাদেশির নাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্যান্ডোরা পেপার্সের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ঠিকানা ব্যবহারকারী নতুন তিন ব্যক্তির নাম রয়েছে। ফলে এ নিয়ে সাড়া জাগানো এ নথিতে বাংলাদেশের ঠিকানা ব্যবহার করে অফশোর কম্পানি খোলা ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১১-তে। গত ডিসেম্বরে প্রথমবারের মতো ছয় বাংলাদেশির নাম প্রকাশ করে প্যান্ডোরা পেপার্স। এরপরে এই তিন জনের নাম এলো।


    গতকাল মঙ্গলবার এ তথ্য প্রকাশ করেছে অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস-আইসিআইজে। বিদেশে গোপন বিনিয়োগ রয়েছে এমন ব্যক্তিদের পরিচয় উন্মোচন ও বিনিয়োগের তথ্য ফাঁস করে প্যান্ডোরা পেপার্স।

    মঙ্গলবারের চূড়ান্ত তালিকায় নাম আসা বাংলাদেশিরা হলেন এস হেদায়েত উল্লাহ, এস রুমি সাইফুল্লাহ ও শাহেদা বেগম শান্তি। এর মধ্যে প্রথম দুজনের নাম উল্লাহ এস হেদায়েত ও সাইফুল্লাহ এস রুমি নামেও এসেছে।

    আইসিআইজের তথ্যে জানা যায়, একই পরিবারের সদস্য এস হেদায়েত উল্লাহ ও এস রুমি সফিউল্লাহ হংকংয়ের ট্রান্সগ্লোবাল কনসাল্টিং (এইচকে) লিমিটেড কম্পানিতে বিনিয়োগ করেছেন। প্যান্ডোরা পেপার্সে তাদের বর্তমান ঠিকানা উল্লেখ করা হয়েছে বারিধারা ডিওএইচএস'র নর্দার্ন রোডের ৩/এফ ১০৫ নম্বর বাড়ি। আর শাহিদা বেগম শান্তির ঠিকানা সিলেটের শাহজালাল উপশহরের স্প্রিং গার্ডেন টাওয়ারের জি ব্লকের সপ্তম তলার ৩০৭৭ নং অ্যাপার্টমেন্ট। শাহিদা বেগম শান্তির জাস লিমিটেড নামক এক অফশোর কম্পানিতে বিনিয়োগ রয়েছে।

    আইসিআইজের তথ্য অনুযায়ী, এস রুমি সাইফুল্লাহ ভিনসেন্ট নামের একটি গ্রুপ অব কম্পানির ব্যবস্থাপনা পরিচালক। তিনি তরুণ পেশাজীবী ও উদ্যোক্তাদের সংগঠন জুনিয়র চেম্বার অব ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের (জেসিআই বাংলাদেশ) সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া সুইজারল্যান্ডকেন্দ্রিক এমজিআই মিডিয়া এজির আঞ্চলিক পরামর্শক এবং বর্জ্য ব্যবস্থাপনা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ওয়েস্ট কনসার্নের পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

    এর আগে গত বছরের ৬ ডিসেম্বর বাংলাদেশের সঙ্গে সংযুক্ত নামের তালিকায় আট ব্যক্তির নাম প্রকাশ করা হয়। তারা সবাই বাংলাদেশের ঠিকানা ব্যবহার করে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে কম্পানি নিবন্ধন করেছেন বলে বেরিয়ে এসেছিল নথিতে। তাঁরা হলেন নিহাদ কবির, সাইদুল হুদা চৌধুরী, ইসলাম মঞ্জুরুল, মোহাম্মদ ভাই, সাকিনা মিরালী, অনিতা রানী ভৌমিক, ওয়াল্টার পোলাক ও ডেনিয়েল আর্নেস্তো আইউবাত্তি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ