ঢাকা রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

Motobad news

ভান্ডারিয়ার পুত্রবধূ ফের রামসগেট শহরের মেয়র নির্বাচিত

ভান্ডারিয়ার পুত্রবধূ ফের রামসগেট শহরের মেয়র নির্বাচিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের ভান্ডারিয়া পৌর শহরের ৬নম্বর ওয়ার্ড দক্ষিণ পূর্ব - ভান্ডারিয়া গ্রামের মৃত আফসার উদ্দিন সরদারের ছোট ছেলে ইংল্যান্ড প্রবাসী ব্যবসায়ী রেজাউর রহমান জামানের স্ত্রী রওশন আরা দোলন বুধবার যুক্তরাজ্যের রামসগেট কেন্ট শহরের মেয়রের কার্যালয়ে কাউন্সিলরদের বার্ষিক সভায় ৭০ ভাগ সমর্থন পেয়ে তিনি চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন বলে বুধবার গনমাধ্যমকে মুঠোফোনে নিশ্চিত করেছেন। 

এছাড়া তার সামাজিক যোগাযোগ মাধ্যাম ফেসবুক অফিসিয়াল পেজ এ তার মেয়র নির্বাচিত হওয়ার খবরটি স্বচিত্র প্রথম প্রকাশ করা হয়েছে। এদিকে সম্প্রতি রওশন আরা দোলন স্বামীর সাথে  ভান্ডারিয়ায় শশুর বাড়ি সফর করে গেছেন। সফর কালে তিনি পিরোজপুর জেলা প্রশাসক, পিরোজপুরের পৌর মেয়র এবং পিরোজপুর ইয়ূথ সোসাইটির নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন।  

এ ছাড়াও রওশন আরা দোলন স্বামীর সাথে শশুরবাড়ি পিরোজপুরের  ভান্ডারিয়ায়  সফরকালে সুইড বাংলা প্রতিবন্ধী বিদ্যালয়, পিরোজপুরের ইন্দুরকানী প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শণ কালে প্রতিবন্ধী শিশুদের সাথে একান্তে সময় কাটান। জানাগেছে, রামসগেট শহরের তিনিই প্রথম এশিয়ান মেয়র হিসাবে ইতিহাস রচনা করেছেন। 

এর আগে ২০১৯ সালে তিনি প্রথম রামসগেটের মেয়র নির্বাচিত হন। এরপর থেকে টানা চার বার তিনি এ পদে জয় লাভ করে আসছেন। মানবিক কর্মকান্ডে নিজেকে যুক্ত রাখায় ওই শহরের সর্বস্তরের জনসাধারনের কাছে তিনি বিশেষ গুরুত্বের স্থান দখল করে নিয়েছেন। গৃহহারা মানুষদের গৃহের ব্যবস্থা করে তিনি প্রথম আলোচনায় আসেন। 

এছাড়া করোনাকালে তার কর্মকান্ড বিশেষ ভাবে প্রশংশিত হয়। ২০১৭ সালে যুক্তরাজ্যে লেবার পার্টির সাংসদ প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। তবে সামান্য ভোটের ব্যবধানে এই নির্বাচনে তিনি জয়ী হতে পারেননি। তাকে টানা চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত করায় তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

এবং  ভান্ডারিয়া  সফরকালে তার সংবাদ গনমাধ্যমে  প্রকাশ পাওয়ায় তিনি উচ্ছাসিত হয়ে মেয়রের স্বামী  ভান্ডারিয়ার সন্তান রেজাউর রহমান জামান  ভান্ডারিয়া  সুইড বাংলা প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গনে এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে রওশন আরা দোলন ১৯৭৮ সালে অষ্টম শ্রেণিতে পড়ার সময় তিনি মা-বাবার সঙ্গে যুক্তরাজ্যে চলে যান। সেখানে উচ্চশিক্ষা শেষ করে তিনি বিভিন্ন সামাজিক কাজে অংশ নেন। ২০১৯ সালের ২০ মে ইংল্যান্ডের রামসগেট সিটি নির্বাচনে তিনি মেয়র নির্বাচিত হন। 

সম্প্রতি তিনি বাংলাদেশের প্রতিবন্ধী সমাজের উন্নয়নের জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্যে সমানে সামাজিক কর্মকান্ডে যুক্ত রয়েছেন। রামসগেট তান্দুরি নামের একটি রেস্টুরেন্ট ব্যবসা রয়েছে রওশন ও জামান দম্পতির। ব্যক্তি জীবনে রওশন আরা দুই পুত্রের জননী। এবং সিঙ্গাইরের তালেবপুর ইউনিয়নের কাশেমপুর গ্রামের ইঞ্জিনিয়ার রজ্জব আলীর মেয়ে।  


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন