ঢাকা রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

Motobad news

ভান্ডারিয়ায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

ভান্ডারিয়ায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের ভান্ডারিয়ায় এক কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগে অভিযুক্ত উপজেলা পরিষদের অফিস সহায়ক দুই সন্তানের জনক সুমন শরীফ (৩৪) কে বুধবার (৪মে)রাতে গ্রেফতার করেছে পুলিশ। ওই কিশোরী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। ঐ কিশোরী স্থানীয় দারুলহুদা একটি মাদ্রাসার এবছরের এইচ.এস.সি পরীক্ষার্থী বলে জানাগেছে। 

এ বিষয়ে কিশোরীর মা গত ৩/৪দিন পূর্বে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর এর নিকট প্রতিকার চেয়ে সকল ডকুমেন্ট সহ একটি লিখিত আবেদন করেন। উপজেলা নির্বাহী অফিসার সে আবেদন তদন্ত পূর্বক আইনগত ব্যকস্থা গ্রহনের জন্য ওসি ভান্ডারিয়াকে প্রেরণ করেন। 

এ ছাড়া কিশোরীর মা বাদী হয়ে গত বুধবার রাতে সুমন শরীফকে প্রধান করে দুইজনকে আসামী করে ভান্ডারিয়া থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা করেছেন। যার মামলানং-০৩। গ্রেফতাকৃত পৌরসভার ২নং ওয়ার্ডের কলেজ মোড় জামিরতলা এলাকার বারেক শরীফের পুত্র। আটককৃতকে  বৃহস্পতিবার (৫মে) কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

মামলা ও পুলিশ সুত্রে জানা যায়, ঐ ছাত্রীর বাবা দীর্ঘ দিন অসুস্থ্য। ভান্ডারিয়ায় অভিযুক্ত সুমনের পরিচয় হয় ছাত্রীর। একসময় ছাত্রীকে ফ্রি কম্পিউটার প্রশিক্ষনের সুযোগ করে দিবে বলে তার পরিবারকে বলেন সুমন। এজন্য প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে আসতে বলে। কাগজপত্র নিয়ে গেলে প্রথমদিন ব্যস্ততা দেখিয়ে কাগজপত্র রেখে যেতে বলে এবং পরের দিন সকালে আসতে বলে। এভাবে ১/২দিন করতে করতে তাকে সাবলম্বী হওয়ার পরে বিয়ের প্রলুদ্ধ করে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করে সুমন। 

পরে ধর্ষণের ভিডিও রেকর্ডের ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার ভয়ভীতি দেখিয়ে তার কথা মত চলতে বলে। এক পর্যায়ে পরবর্তীতে বিয়ের প্রলোভন দিয়ে মোবাইল ফোনে ডেকে নিয়ে পাশর্^বতী রাজাপুর উপজেলার নলকাটা এলাকার জনৈক মো. মনির খলিফার ঘরে নিয়ে একাধীকবার ধর্ষণ করে। বর্তমানে ওই কিশোরী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। 

এ বিষয়ে ভান্ডারিয়া থানার অফিসার্স ইন চার্জ(ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস সাংবাদিকদের জানান, এ ঘটনায় কিশোরীর মা মামলা করেছেন। প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পিরোজপুরে প্রেরণ করা হয়েছে। মামলাটি তদান্তধীন রয়েছে।  


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন