মঠবাড়িয়ায় চায়না নাগরিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

পিরোজপুরের মঠবাড়িয়ায় বেড়িবাধ নির্মানকে কেন্দ্র করে স্থানীয়দের হামলায় ৩ চায়না নাগরিকসহ ৯ জন আহত হবার ঘটনায় মঠবাড়িয়া থানায় মামলা হয়েছে। স্থানিয় শ্রমিক ও ভান্ডারিয়া উপজেলার নদমুল্লা গ্রামের আশ্রাব আলি চাপরাসির ছেলে সুমন চাপরাসি বাদি হয়ে ৮জন নামিয় ও অজ্ঞাত ১৫ জনের বিরুদ্ধে ১ মে এ মামলাটি দায়ের করেন।
মঠবাড়িয়া থানা পুলিশ এ ঘটনায় বৃহস্পতিবার (৫ মে) পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছেন। জানা গেছে, নির্মান প্রকল্পের জন্য জমি অধিগ্রহণে জটিলতা ও এলাকার চাহিদাকে প্রাধান্য না দিয়ে বেড়িবাধ নির্মান করার জন্য বেকু দিয়ে মাটি কাটতে গেলে গত রোববার সকাল ৯টার দিকে উপজেলার বাদুরা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানিয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
আহতরা চায়না নাগরিকরা হলো- ম্যানেজার মি. মাজিমাও (৩১), সুপারভাইজার মি. চ্যাং ডিউ (২৭), সুপারভাইজার মি. লেই বো (৩৬)। এছাড়া স্থানিয় আহত শ্রমিকরা হলো- মো. জিল্লুর রহমান (২৬), মো. ইলিয়াস (৩৪), নিজাম শিকদার (৪০), মানিক (৩২), বাহাদুর উকিল (৬০), জাকারিয়া খান (৩০)। এদের মধ্যে মারাত্মক আহত জাকারিয়া খানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং বাহাদুর উকিলকে ভান্ডারিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। মঠবাড়িয়া থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, বেড়িবাধ নির্মানের জন্য ভেকু মেশিন দিয়ে মাটি কাটতে গেলে এলাকাবাসীর সাথে চায়না প্রকল্পের শ্রমিকদের সাথে স্থানীয় লোকজনের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৫ মে) দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এর আগে ঘটনার দিন গ্রেপ্তারকৃত ৩ আসামিতে গত সোমবার আদালতে সোপর্দ করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এইচকেআর