ঢাকা রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

Motobad news

ছিনতাইয়ের নাটক সাজাতে গিয়ে ফেঁসে গেলেন নিজে

ছিনতাইয়ের নাটক সাজাতে গিয়ে ফেঁসে গেলেন নিজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরে ছিনতাইয়ের নাটক সাজাতে মিথ্যা অভিযোগ করে ফেঁসে গেলেন বাদি নিজেই। মো. রাজু আহমেদ (৩০) নামের এক ব্যক্তি চাকু দেখিয়ে মোবাইল ও মানিব্যাগের টাকা ছিনতাই হওয়ার অভিযোগে বৃহস্পতিবার রাতে (৫ মে) পিরোজপুর সদর থানায় অভিযোগ করেছিলেন। কিন্তু পুলিশের তদন্তে বের হয়ে আসে যে তিনি মিথ্যা বলেছেন।

অ্যাডলিভ কোম্পানির ম্যানেজার রাজু আহম্মেদ খুলনা শহরের সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা। বাবা জুম্মান হোসেন। থানা সূত্রে জানা গেছে, রাজু আহম্মেদ ঘটনার দিন রাত ৯টার দিকে অজ্ঞাতনামা দুই ছিনতাইকারী চক্র চাকু ধরে মোবাইল ফোন ও মানিব্যাগসহ তিন হাজার টাকা ছিনতাই হয়েছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেন।


 
সদর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনা স্থলে গিয়ে জিজ্ঞাসাবাদে একপর্যায়ে পুলিশের কাছে তার প্রতারণার বিষয়টি ধরা পড়ে যায়।এ সময় তার কাছে থাকা ব্যাগ থেকে মোবাইল ও মানিব্যাগসহ একটি চাকু উদ্ধার করা হয়।

মিথ্যা অভিযোগের কথা স্বীকার করে ঘটনাস্থলে উপস্থিত সকলের সামনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল হাসানকে জানান। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের সিআইপাড়া সড়ক থেকে রাজু আহম্মেদ নামের ওই ব্যক্তিকে আনুষ্ঠানিকভাবে আটক করা হয়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ জাঃ মো. মাসুদুজ্জামান জানান, মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করায় বাদির বিরুদ্ধেই আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন