নাজিরপুরে ঘূর্নিঝড় অশনি মোকাবেলায় প্রস্তুতি সভা

ঘূর্নিঝড় অশনি মোকাবেলায় পিরোজপুরের নাজিরপুর উপজেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০মে) উপজেলা পরিষদের চেযারম্যানের সভাকক্ষে উপজেলা চেয়ারম্যান মাষ্ঠার অমুল্য রঞ্জন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. আব্দুল্লাহ আল সাদীদ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার ফেরদাউস রুনা, বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইস্রাফিল প্রমুখ।
সভায় ঘূর্নিঝড় অশনি মোকাবেলায় কন্টোলরুম খোলা, বিভিন্ন ইউনিয়নের আশ্রয় কেন্দ্রগুলো পরিস্কার ও তাতে থাকার মত উপযুক্ত করে তোলার নির্দেশ প্রদান করা হয়। এ ছাড়া আশ্রয় কেদ্রে থাকা মানুষের জন্য শুকনা খাবারের ব্যবস্থা করার নির্দেশ প্রদান করা হয়।
এইচকেআর