ঢাকা রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

Motobad news

সাদিয়াকে বাচাঁতে এগিয়ে আসুন

সাদিয়াকে বাচাঁতে এগিয়ে আসুন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভুতি কি? পেতে পারে না ও বন্ধু’.....বিখ্যাত কন্ঠ শিল্পী ভুপেন হাজারির সেই বিখ্যাত গান আজ সাদিয়ার জীবনের সাথে যেন এক বাস্তবতার মিল রেখেছে। মানুষের দুঃখ-কষ্ট, বিপদাপদ, দারিদ্র ও অনাহারে সহায়তার হাত বাড়িয়ে দেয়া তুলনামুলক ভাবে ভালো থাকা মানুষের অপরিহার্য কর্তব্য। 

মানুষ যে মানুষ, এটাই তার প্রমাণ বহন করে বলেই 'মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। মানুষ যদি মানুষের জন্য না হতো, তাহলে মানবসভ্যতার এতটা বিকাশ ও উন্নয়ন কখনোই ঘটাতে পারতো না। মানুষের টিকে থাকার একটা বড় উপায় পরস্পরের প্রতি সহানুভুতি, সহায়তার মনোভাব এবং সংঘবদ্ধতা। 

নাজিরপুরের শ্রীরামকাঠী ইউনিয়নের মধ্যজয়পুর গ্রামের দিনমজুর সোহরাব ঢালীর মেয়ে সাদিয়া খানম (৮) দীর্ঘদিন যাবত দূরারোগ্য ব্যাধিতে ভুগছে। বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়ে পরিশেষে বাংলাদেশ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে একটি অপারেশন করা হয়। 

ডাঃ সুদিপ্ত কুমার মুখার্জী সহযোগী অধ্যাপক শিশু নিউরো সার্জারি বিভাগীয় প্রধান বাংলাদেশ নিউরো সায়েন্স হাসপাতাল ঢাকা তার পরামর্শে সাদিয়ার আরো একটি অপারেশন করা প্রয়োজন তাতে আনুমানিক প্রায় ১২-১৫ লক্ষ টাকা দরকার। কিন্তু আর্থিক সামর্থ্য দিয়ে কুলিয়ে উঠতে পারছে না তার দিমজুর বাবা ও পরিবার পরিজন। সহায় সম্বলও তেমন কিছু নেই।  

সাদিয়ার পরিবারের পক্ষে এটি অসম্ভব অঙ্ক। কিন্তু দেশে অসংখ্য দানবীর ও বিত্তবান এবং সাধারণ মানুষ সাদিয়ার জীবনের প্রতি একটু সহানুভ‚তি করলেই উন্নত চিকিৎসায় বেঁচে যেতে পারে তার জীবন। শিশু সাদিয়ার আকুতি দেশবরাণ্য দানবীর তথা সমাজের সর্বস্তরের মানবীয় মানুষদের কাছে, শিশু সাদিয়া বাঁচতে চায়। সাদিয়াকে সাহায্য প্রদানের ঠিকানা ০১৯৩৭-৫৬৮৪৯৭ নগদ একাউন্ট (বাবা), নাজিরপুর পূবালী ব্যাংক শাখা নাজিরপুর, পিরোজপুর হিসাব নং-০১৯৩১০১০৯৬৩৭১।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন