ঢাকা রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

Motobad news

মঠবাড়িয়ায় কৃষকের কলা বাগান বিনষ্ট: থানায় অভিযোগ

মঠবাড়িয়ায় কৃষকের কলা বাগান বিনষ্ট: থানায় অভিযোগ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের মঠবাড়িয়া পারিবারিক বিরোধের জেরে ইদ্রিস আলী হাওলাদার নামে এক কৃষকের কলা বাগান ও মৌসুমী সবব্জি ক্ষেত নষ্ট করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় ইদ্রিস আলী হাওলাদারের স্ত্রী শাহিনুর বেগম (৫৫) বাদি হয়ে বৃহস্পতিবার দুপুরে মজিবর হাওলাদারকে প্রধান বিবাদি করে ৪ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দেন।

ইদ্রিস আলী হাওলাদার উপজেলার পশ্চিম মিরুখালী গ্রামের মতলেব হাওলাদারের ছেলে। শাহিনুর বেগম জানান, তার প্রবাসি ছেলের স্ত্রী, ভাষুরের ছেলে ইব্রাহীমের সাথে দু‘বছর আগে পরকিয়ায় জড়িয়ে পারার ঘটনায় দু‘ভাইয়ের মধ্যে সংঘাত শুরু হয়। উভয় পক্ষের ৮ টি মামলা চলমান রয়েছে। আমরা ভাষুর  ইউসুব হাওলাদার ও তার ছেলেদের ভয়ে মিরুখালী বাজারে দেড় বছর ধরে ভাড়া বাসায় বসবাস করি। 

এদিকে আমাদের সবকিছু তারা দখলে নেয়ার চেষ্টা চালায়। তাদের মামলার ভয়ে আমার স্বামী ও ছেলে ফলাতক রয়েছে। বুধবার বিকেলে আমার জমিতে শ্রমিক দিয়ে কলাগাছ রোপন করেতে গেলে ভাষুর ইউসুব হাওলাদারের ছেলে মজিবর, ইব্রাহীম ও তাদের বাহিনীরা আমাদের রামদা নিয়ে ধওয়া করে পুরাতণ ফলজ কলা বাগান, মৌসুমী সবব্জি ক্ষেত ও কলাগাছের চারা কুপিয়ে কেঁটে ফেলে। 

ইদ্রিস আলী ও ইউসুব হাওলাদারের বোন কোহিনুর বেগম (৫৭) ও স্থানীয় বাসিন্দা দুলাল গাজী (৬২) বলেন, দু‘ভাইয়ের বিরোধ চরম আকার ধারণ করেছে। বুধবার বিকেলে ছোট ভাই ইদ্রিসের জমিতে কলা গাছ রোপন করতে গেলে বড় ভাইয়ের ছেলেরা শ্রমিক ও ভাবী শাহিনুর বেগমকে ধারালো অস্ত্রদিয়ে ধাওয়া করে এবং কলা বাগান নষ্ট করে ফেলে। 

সরেজমিনে গিয়েও ইউসুব হাওলাদার ও তাদের পরিবারের কোন সদস্যদের না পাওয়ায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হযনি। স্থানীয় সমাজ সেবক ও সালিশ প্রধান গোলাম মোস্তফা দু‘পরিবারের দীর্ঘদিনের বিরোধ নিস্পত্তি করতে তিনি প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করেন। মঠবাড়িয়া থানার ওসি মুহা. ইূরুল ইসলাম বাদল লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন