ঢাকা শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

Motobad news

নাজিরপুরে চেতনা নাশক ওষুধ খেয়ে একই পরিবারে ৬ জন অসুস্থ

নাজিরপুরে চেতনা নাশক ওষুধ খেয়ে একই পরিবারে ৬ জন অসুস্থ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের নাজিরপুরে চেতনা নাশক ঔষধ খাইয়ে একই পরিবারের ৬ জন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের ছোট আমতলা গ্রামে। 

অসুস্থতা  হলেন- ওই গ্রামের মাহারু শেখ (৫০), তার স্ত্রী  ইয়াসমিন বেগম (৪৫), পুত্রবধু সুমাইয়া বেগম( ১৭), পুত্র নাজিম (১৮),  নাইম (১৬) ও কন্যা মারিয়া খানম (১৩)। অসুস্থদের গত শুক্রবার সন্ধ্যায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

অসুস্থ পুত্র বধু সুমাইয়া আক্তার জানান, গত বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে তারা পরিবারের সকলে ঘুমিয়ে পড়েন। ঘরে থাকা অবশিষ্ট খাবারে ওই রাতে অজ্ঞাত দুস্কৃতিরা  চেতনা নাশক ঔষধ দেয়। ওই খাবার শুক্রবার সকালে খেয়ে  তারা  সকলে ঘুমিয়ে যান। সারা দিন তাদের কোন সাড়া শব্দ না পাওয়ায় সন্ধ্যায় বাড়ির লোকজন ঘরে ডুকে  অজ্ঞান অবস্থায়  উদ্ধার করেন। 

 নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, এ ব্যাপারে কোন অভিযোগ পাই নি। ভুক্তভোগীরা সুস্থ হওয়ার পর তাদের কোন মালামাল চুরি হয়েছে কিনা জেনে অভিযোগ দিবেন’। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন