ভান্ডারিয়ায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুরু
.jpg)
পিরোজপুরের ভান্ডারিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭)-২০২২খেলা শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (১৫মে) বিকালে স্থানীয় বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়।
পরে এক আলোচনা সভায় ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা প্রশাসক মো. জাহেদুর রহমান। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক মো.মহিউদ্দিন মহারাজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার প্রমুখ।
এসময় মঞ্চে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি রুমানা আফরোজ, ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস,জাতীয় পার্টি- জেপির উপজেলা যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার,ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না,মো. মেজবা উদ্দিন আরিফ জোমাদ্দার, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান। আলোচনা সভা শেষে চার দিন ব্যপি এ খেলার আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন করেণ প্রধান অতিথি।
শুরুর দিন বিকাল চার টায় মাঝ মাঠে একটি ডিসপ্লে প্রদর্শণ শেষে খেলা শুরু হয়। টচে জিতে উপজেলার ৩নম্বর তেলিখালী ইউনিয়ন পরিষদ একাদশ বল করে প্রতিদ্বন্দী দল ২নম্বর নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের বিপক্ষে । নির্ধারিত ৭০মিনিট সময়ে প্রথম “ক” গ্রুপের খেলায় ২-১ গোলে ২নম্বর নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নকে পরাজিত করে ৩নম্বর তেলিখালী ইউনিয়ন পরিষদ একাদশ বিজয়ী হয়। এত রেফারির দ্বায়িত্ব পালন করেণ মো. নজরুল ইসলাম বিশ্বাস ।
বিকাল পাঁচ টায় শুরু হয় দ্বিতীয় “খ” গ্রুপের ১নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়ন পরিষদ ও প্রতিদ্বন্দী দল ৪নম্বর ইকড়ি ইউনিয়ন পরিষদ একাদশ এর খেলা। এতে নির্ধারিত একই সময়ের খেলায় ১নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়ন পরিষদ একাদশকে ১-০ গোলে পরাজিত করে ৪ নম্বর ইকড়ি ইউনিয়ন পরিষদ একাদশ বিজয়ী হয়। এত রেফারির দ্বায়িত্ব পালন করেণ মো. শহিদুল ইসলাম মল্লিক । স্কাউট লিডার শিক্ষক মো. শফিকুল ইসলাম আযাদের ধারা ভাষ্যে উভয় গ্রুপের খেলায় সহকারী রেফারির দ্বায়িত্ব পালন করেন মো. মিজানুর রহমান ও মো. রাহাত বেপারী। উপস্থিত ছিল মেডিক্যাল টিমের সদস্যরাও। তপ্ত রুদ্দুরের মধ্যে দুই গ্রুপের চারটি দলের দীর্ঘ সময় ধরে কিশোরদের হাড়া- জেতা লড়াইয়ের খেলা উপভোগ করেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এ ছাড়া সোমবার একই মাঠে পূর্বের নির্ধারিত সময়ে প্রথম “গ” গ্রুপের ৫নম্বর ধাওয়া ইউনিয়ন পরিষদ একাদশের সাথে প্রতিদ্বন্দীতা করবেন ৭নম্বর গৌরীপুর একাদশ। এই প্রথম সিফটের বিজয়ী দল ভান্ডারিয়া পৌর একাদশের সাথে প্রতিদ্বন্দীতা করবেন।
অন্যদিকে আগামী ১৯মে একই মাঠে একই সময়ে ক গ্রুপের বিজয়ী দল বনাম খ গ্রুপের বিজয়ীদল এবং গ ' গ্রুপের বিজয়ী দল বনাম ঘ ' গ্রুপের বিজয়ীদল সেমিফাইনালে প্রতিদ্বন্দীতায় অংশ নেবে। পরে এ দুই ম্যাচের বিজয়ীদল ফাইনালে খেলায় প্রতিদ্বন্দীতা করবেন বলে জানান আয়োজকরা।
এএজে