ঢাকা শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

Motobad news

মঠবাড়িয়ায় মাদক মামলার পালাতক আসামী ৬ বছর পর গ্রেপ্তার

মঠবাড়িয়ায় মাদক মামলার পালাতক আসামী ৬ বছর পর গ্রেপ্তার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় মাদক বিরোধী অভিযানে মাদক মামলার পালাতক আসামী সোহেল মিয়া (২৬ কে  গ্রেপ্তার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃত সোহেল মিয়া উপজেলার মানিকখালী গ্রামের আবদুস সালামের পুত্র। 

মঠবাড়িয়া থানা পুলিশ জানায়, ২০১৬ সালের ১১জুন মাদক সহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেল হাজতে যায়। পরে জাবিন পেয়ে সে এলাকা ছেড়ে পালিয়ে যায়। সে অদ্যবদি পালাতক ছিল। তার বিরুদ্ধে তদন্ত শেষে আদালতে চার্জসীট দাখিল করে পুলিশ। 

গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে অভিযান চালিযে উপজেলার মানিকখালী গ্রাম থেকে মাদক ব্যবসায়ী সোহেলকে গ্রেপ্তার করে।  

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল জানান, গ্রেপ্তারকৃত মাদক মামলার আসামী সোহেলকে সোমবার দুপুরে মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল  মেজিষ্ট্রেট আদালতে সোপের্দ করা হয়। তিনি আরও জানান এ মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন