ঢাকা শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

Motobad news

ভান্ডারিয়ার ভিটাবাড়ীয়ায় শ্রী শ্রী অন্নপূর্ণা গোবিন্দ মন্দির উদ্বোধন

ভান্ডারিয়ার ভিটাবাড়ীয়ায় শ্রী শ্রী অন্নপূর্ণা গোবিন্দ মন্দির উদ্বোধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ১নম্বর ভিটাবাড়ীয়া ইউনিয়নে রবিবার (১৫মে) রাতে শ্রী শ্রী অন্নপূর্ণা গোবিন্দ মন্দিরের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে ওই ইউনিয়নের উত্তর শিয়ালকাঠী শ্রী শ্রী সার্বজনীন ধর্মাশ্রম প্রাঙ্গনে বিভিন্ন স্থান থেকে আগত মতুয়া সম্প্রদায়ের ভক্তরা সন্ধ্যা থেকে শুরু করে রাত সাড়ে দশটা পর্যন্ত সমবেত প্রার্থণা করেণ।  

পরে এক আলোচনা সভায় উত্তর শিয়ালকাঠী শ্রী শ্রী সার্বজনীন সনাতন ধর্মাশ্রম এর সভাপতি শ্রী সুনীল কুমার বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কেন্দ্রীয় সদস্য এবং পিরোজপুর, ভোলা, বরগুনা জেলার দ্বায়িত্বপ্রাপ্ত  ট্রাস্টি,হিন্দু, বৌদ্ধ, খৃষ্টাণ ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য শ্রী সুরঞ্জীত দত্ত লিটু। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রী শ্রী অন্নপূর্ণা গোবিন্দ মন্দিরের প্রতিষ্ঠাতা ভান্ডারিয়া  বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক শ্রী বিধান চন্দ্র রায়, পূজা উদ্যাপন পরিষদের পিরোজপুর জেলা সাবেক সাধারণ সম্পাদক শ্রী গোপাল চন্দু বসু, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টাণ ঐক্য পরিষদের ভান্ডারিয়া  উপজেলা সভাপতি বীরেন্দ্র নাথ বসু,ভিটাবাড়ীয়া অনির্বাণ কল্যাণ ট্রাস্ট্রের সম্পাদক ও ভিটাবাড়ীয়া নুরজাহান হাবীব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব কুমার মজুমদার প্রমুখ। 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্রী সুরঞ্জীত দত্ত লিটু বলেন,এরশাদ সরকারের সময় তিনি (এরশাদ) আমাদের দ্বিতীয় শ্রেণির নাগরিক স্বীকৃতি দিয়ে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ওই সময় মাত্র এক কোটি টাকা অনুদান দেন। যা শেখ হাসিনা সরকারে আসার পর প্রথম বারেই ১৯কোটি বাড়িয়ে দেন। প্রয়াত অর্থমন্ত্রী আব্দুল আল মুহিতের সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বারে ৮০ কোটি বাড়িয়ে দেন। বর্তমানে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ১শকোটি টাকা মূলধন থেকে প্রতি বছর প্রায় ১কোটি টাকা মুনাফা আসে। তা দিয়ে সারা দেশে আমরা মন্দির সংস্কার সহ মন্দির ভিত্তিক পাঠশালা গড়ে তোলার ফলে আমাদের ছেলে মেয়েরা ধর্মীয় মূল্যবোধের শিক্ষা গ্রহন করতে পারছে। সে জন্য শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ছাড়াও তার জন্য প্রার্থণা করবেন। এই ভান্ডারিয়া সম্ভ্রান্ত পরিবারের জন্মনেয়া মহামানব তফাজ্জল হোসেন মানিক মিয়া দেশ স্বাধীনে জনমত গড়তে যেমন অকুতভয় ভূমিকা রেখেছে তেমনি স্বাধীনতা পরবর্তী ভান্ডারিয়া দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন তার ই কণিষ্ঠ পুত্র বর্তমান সাংসদ আনোয়ার হোসেন মঞ্জু এমপি। আমি তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।  

সভা শেষে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিদের উত্তরীয়, শ্রী শ্রী গীতা,বস্ত্র এবং সম্মাননা ক্রেস্ট প্রদান শেষে মন্দিরের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি। পরে বিভিন্ন স্থান থেকে আগত ভক্তবৃন্দরা রাতভর ধর্মীয় অনুষ্ঠান উপভোগ করেন। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন