ঢাকা শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

Motobad news

ভান্ডারিয়ায় স্কুল ভবনের ছাদের পলেস্তরাল খসে শিক্ষার্থী আহত

ভান্ডারিয়ায় স্কুল ভবনের ছাদের পলেস্তরাল খসে শিক্ষার্থী আহত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের ভান্ডারিয়ায় বিদ্যালয়ের শেণী কক্ষে পাঠদান কালে জ্বরাজীর্ণ স্কুল ভবনের ছাদ ধসে আধুনিকা খান (৮) নামে তৃতীয় শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রী গুরুতর আহত হয়েছে। 

বৃহস্পতিবার (১৯মে) সকাল ১১টার দিকে ভান্ডারিয়া পৌর শহরের ৬৯ নম্বর উত্তর ভান্ডারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। আহত স্কুলছাত্রী ওই বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রী। 

আহত স্কুল  ছাত্রীকে স্কুল কর্তৃপক্ষ উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের অফিস সহকারি ও  সদরের ষ্টীমারঘাট মহল্লার বাসিন্দা আবুল কালাম আজাদ খান এর মেয়ে।  

আহত স্কুল ছাত্রীর পিতা আজাদ খান জানান, তার মেয়ে বাড়ির অনতিদুরে স্থানীয় ৬৯ নম্বর উত্তর ভান্ডারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।  প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার কক্ষে যথারীতি পাঠদান চলছিলো। হঠাৎ জরাজ্বীর্ণ শ্রেণী কক্ষের ছাদের পলেস্তরাল খসে পড়ে। এসময় ওই তার ঘাড় ও বাহুতে আঘাত লাগে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার মেয়েকে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেয়ার পরে বাসায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে সে সুস্থ্য আছে।  

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম প্রসাদ পাল শ্রেণী কক্ষে পাঠদানের সময় ছাদের পলেস্তরাল খসে শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা নিশ্চিত করে বলেন, বর্তমানে ক্লাসের ঐ অংশ বাদ দিয়ে কক্ষের বাকি অংশ সহ স্কুলের অন্য ক্লাসেও  পাঠদান চলছে। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মো. নাছির উদ্দিন খলিফা বলেন, প্রধান শিক্ষক আমাকে বিষয়টি অবহিত করার পরই সহকারী শিক্ষা অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে ঐ ভবনের কোথাও কোন ফাটল বা পলেস্তারাল খসে পড়তে পারে এরকম মনে হয়নি। যদিও গত অর্থ বছরে এটি মাইনর মেরামত করা হয়েছে। তার পরেও উপজেলা প্রকৌশলীকে নিয়ে ঐস্কুল ভবন পরিদর্শনে যদি কোথাও সংস্কারের প্রয়োজন মনে হয় তা তাৎক্ষণিক করা হবে। 

ৃওই কর্মকর্তা আরো জানান, ইতো মধ্যে এ বিদ্যালয়টি নতুন ভবনের জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট চাহিদা পত্র পাঠানো হয়েছে। এবং স্থানীয় সাংসদ বিষয়টি গুরুত্বের সহিত দেখছে। আশা করি খুব শীগ্রই আমরা একটি নতুন পাবো। প্রসঙ্গত, ১৯৪৪ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় এবং ২০০৪ সালে ভবনটি নির্মান করা হয় । 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন