ঢাকা শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

Motobad news

নিখোঁজের এক দিন পর শিশুর মরদেহ উদ্ধার

নিখোঁজের এক দিন পর শিশুর মরদেহ উদ্ধার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের ইন্দুরকানীতে জোয়ারের পানিতে খালে পড়ে নিখোঁজ হওয়ার একদিন পর শিশু আব্দুল্লাহ (০৭) নামে এর মরদেহ উদ্ধার হয়েছে।  

বৃহস্পতিবার বিকালে উপজেলার পাড়েরহাট চালনা ব্রীজ সংলগ্ন খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। ১নং  পাড়েরহাট ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান শাওন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
এর ‍আগে গতকাল বুধবার দুপুরে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের চালনা ব্রিজ সংলগ্ন খালে পড়ে ডুবে নিখোঁজ হয় শিশু আব্দুল্লাহ।  আব্দুল্লাহ পাড়েরহাট ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের আল-আমীন খানের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার সকাল ১১টার পর বাড়ির সামনের খালে আব্দুল্লাহ নিখোঁজ হলে আজ বৃহস্পতিবার বিকেলে তার মরদেহ ভেসে উঠে । পরে স্থানীয়দের সহযোগিতায় শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে খবর পেয়ে ইন্দুরকানী উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিউর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেসা বেগম  খোঁজখবর নিতে ওই বাড়িতে যান।

স্থানীয় মেম্বার আবুল বাশার মাতুব্বার জানান, জোয়ারের পানি অতিরিক্ত মাত্রায় বেড়ে যাওয়ায় বাড়িতে পানি ডুকে পড়ে। বাড়ির সামনে খাল থাকায় পরিবারের লোকজনের অজান্তে জোয়ারের পানিতে ভেসে যায় শিশুটি।

এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এনামুল হক এনাম জানান, খবর পেয়ে শিশুটির পরিবারের লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে নিয়ে শিশুটিকে উদ্ধারের অভিযান চালালে  বৃহস্পতিবার বিকেলে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন