কাউখালীতে জালনোট প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধিমূলক কর্মশালা

পিরোজপুর জেলার কাউখালীতে জালনোট প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধিমূলক কর্মশাল অনুষ্ঠিত হয়ছে। শনিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা ভবন হলরুমে বাংলাদেশ ব্যাংক বরিশাল এর আয়োজনে ও সোনালী ব্যাংক কাউখালী শাখার সহযোগিতায় পিরোজপুর সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক বরিশাল অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক বেবী রানী দে।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা, সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আর তিথি। আলোচক হিসাবে উপস্থিত ছিলেরন বাংলাদেশ ব্যাংক বরিশাল এর যুগ্ম ব্যবস্থাপক নিখিল চন্দ্র শীল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক কাউখালী শাখার ব্যবস্থাপক মো. রাসেল খান, সদর ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।
পরে জাল নোট প্রতিরোধে সচেতনামূলক ভিডিও প্রদর্শন করা হয়। কর্মশালায় উপজেলার গন্যমান্যব্যক্তিবর্গ, সামাজিক, সাংস্কৃতিক, সুশীল সমাজ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এইচকেআর