ঢাকা শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

Motobad news

নাজিরপুরে ঘূর্নিঝড়ে সহস্রাধীক গাছ পালা বিনষ্ট

নাজিরপুরে ঘূর্নিঝড়ে সহস্রাধীক গাছ পালা বিনষ্ট
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের নাজিরপুরে ঘূর্নিঝড়ে সহস্রাধীক গাছ-পাড়া উপড়ে পরা সহ অর্ধশত কাঁচা  ঘর ভেঙ্গে গেছে।  শনিবার সকাল ৮টার দিকে শুরু হওয়া ওই ঘূর্নিঝড় প্রায় ৫-৬ মিনিট স্থায়ী হয়। এতে উপজেলার রুহিতলা বুনিয়া , শাঁখারীকাঠী,  চিথলিয়া, ছোট বুইচাকাঠী, কাঁঠালিয়া, দীর্ঘা সহ উপজেলার বিভিন্ন স্থানে অর্ধশত কাঁচা ঘর ভেঙ্গে গেছে। কোথাও কোথাও ঘরের চালার টিন উড়ে গেছে। এসময় ঝড়ের তান্ডবে উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের লাইন  বিচ্ছিন্ন সহ এর খুঁটি উপড়ে পড়ার খবর পাওয়া গেছে।  

উপজেলার রুহিতলা বুনিয়া গ্রামের আল উদ্দিন হাওলাদার জানান, ঝড়ে তার বাড়ির একটি চাম্বল গাছ উপড়ে পরে বসত ঘরটি ভেঙ্গে গেছে। এখন তার থাকার কোন উপায় নাই। উপজেলার চিথলিয়া গ্রামের এবাদুল হাওলাদর জানান, গাছ ভেঙ্গে বসত ঘরের উপর পড়লে তা ভেঙ্গে গেছে। 

উপজেলার শাঁখারীকাঠী গ্রামের মিজান মল্লিক জানান, ঝড়ে কারনে বৈদ্যুতিক  খুটি উপরে পরায় লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। কলা, পেঁপে, আম, লিচু  সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে উপজেলা কৃষি অফিস সূত্র জানান। 


সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার নাজিরপুর-বৈঠাকাটা সড়কের বিভিন্ন স্থানে রাস্তার পাশের  গাছ উপড়ে রাস্তার উপর পরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এস্রাফিল হোসেন জানান ঝড়ে ক্ষতির পুরো তথ্য এখনো পাওয়া যায় নি। ত

বে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ধারনা করা হচ্ছে ৩০-৪০ লাখ টাকার ফসলের ক্ষদি সহ সহস্রাধীক গাছ উপড়ে পরেছে। এ ছাড়া অর্ধশত কাঁচা ও আধা-পাকা ঘর ভেঙ্গে গেছে।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল সাদীদ জানান, ঘুর্ণিঝড়ে ক্ষতির বিষয়ে তেমন কোন তথ্য এখানো পাই নি। তবে এ বিষয়ে তথ্য সংগ্রহের কাজ  চলছে। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন