ঢাকা শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

Motobad news

মঠবাড়িয়ায় ভুমি সেবা সপ্তাহ উদ্বোধন

মঠবাড়িয়ায় ভুমি সেবা সপ্তাহ উদ্বোধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

“ভূমি সেবা এখন ডিজিটাল, ভূমি অফিসে না এসে ভুমি সেবা গ্রহন করুন” এই প্রতিপাদ্য সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়া ভুমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১১ ঘটিকায় উপজেলা ভূমি অফিস চত্বরে পায়রা উড়িয়ে ভূমি সেবা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোহম্মাদ ইব্রাহীম, মঠবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক মজিবুর রহমান, সদর ইউনিয়ন ভূমি সহকারী সাইদুর রহমান প্রমূখ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত বলেন, প্রধানমন্ত্রীর ডিজিটাল সেবার অংশ হিসেবে এ সেবা চালু করা হয়েছে। এখন আর সাধারন মানুষকে এ ভূমি সেবা পেতে ভোগান্তি পেতে হবে না।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ঊর্মি ভৌমিক বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ভূমি সেবা ডিজিটালাইজড করেছেন। এর অংশ হিসাবে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে ভূমি সেবা পেতে হয়রানির শিকার না হয় তার জন্য এই ডিজিটাল সেবা চালু করা হয়েছে। 
 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন