ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

Motobad news

রানের ছন্দে প্রস্তুতি সারলেন টাইগাররা

রানের ছন্দে প্রস্তুতি সারলেন টাইগাররা
ক্রিকেটারদের প্রস্তুতি ম্যাচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচে করেছিলেন ৩২ রান। হোমে উইন্ডিজদের বিরুদ্ধে এক ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে করেছিলেন ৭ রান। শেষ ১৫ ওয়ানডে ইনিংসে সৌম্য সরকারের হাফ সেঞ্চুরি মাত্র একটি। তারপরও শ্রীলঙ্কার বিপক্ষে ঘোষিত বাংলাদেশের ওয়ানডে দলে টিকে গেছেন বাঁহাতি এ ব্যাটসম্যান। কারণ প্রিয় ভেন্যু বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচে ৬০ রান করেছেন সৌম্য।

রান সহায়ক বিকেএসপির উইকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রস্তুতিটা ভালোই হয়েছে। রানের ছন্দ খুঁজে পেয়েছেন অনেকে। দুই ইনিংস মিলে ৫ ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি করেছেন। প্রস্তুতি ম্যাচ থেকে রানের আত্মবিশ্বাস নিয়েই মূল সিরিজে নামতে যাচ্ছেন সৌম্য, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমরা।

রান জোয়ারের প্রস্তুতি ম্যাচে মাহমুদউল্লাহর বিসিবি গ্রিন একাদশকে ৫ উইকেটে পরাজিত করেছে তামিমের বিসিবি রেড একাদশ।

বৃহস্পতিবার আগে ব্যাট করে গ্রিন একাদশ ৪৫ ওভারে ৩ উইকেটে ২৮৪ রান তুলেছিল। নাঈম শেখ ৩৮ রান করে স্বেচ্ছায় অবসরে যান। সাকিব ২০ বলে ২৮ রান করে মেহেদী হাসানের বলে বোল্ড হন। মিডল অর্ডারে মাহমুদউল্লাহ, আফিফ হাফ সেঞ্চুরি করে স্বেচ্ছায় অবসরে যান। মাহমুদউল্লাহ ৬২, আফিফ ৬৪ রান করেন। মেহেদী ২টি, শরীফুল ১টি করে উইকেট পান।

পরে তামিম-মুশফিকের হাফ সেঞ্চুরিতে ৪১ ওভারে ৫ উইকেটে ২৮৮ রান তুলে ম্যাচ জিতে নেয় বিসিবি রেড একাদশ। তামিম ৫৮ বলে ৮০, মুশফিক ৫৫ বলে অপরাজিত ৬৪, লিটন ১৫, ইমরুল ৩৩, মোসাদ্দেক ২৮, মেহেদী ২৪, সাইফউদ্দিন ২৬ রান করেছেন। মাহদুউল্লাহ ২টি, সাকিব, বিপ্লব, তাইজুল ১টি করে উইকেট নেন।

ম্যাচ শেষে মোসাদ্দেকও জানালেন, রানের আত্মবিশ্বাস নিয়েই ফিরছেন ব্যাটসম্যানরা। প্রস্তুতি ম্যাচ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমি মনে করি ব্যাটসম্যানদের জন্য বেশি ভালো হয়েছে। দুইদিন পর আমাদের আন্তর্জাতিক ম্যাচ। তার আগে আত্মবিশ্বাস নিয়ে গেছে এখান থেকে। বোলারদের জন্যও আসলে ভালো হয়েছে যে ভালো উইকেটে কিভাবে বল করতে হয় আর গরমের মধ্যে বল করাটাও চ্যালেঞ্জিং হয়ে যায়।’

আগামী ২৩ মে মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। পূর্ণ শক্তির দল থাকায় সিরিজ জয়ের আশা করছেন মোসাদ্দেক। তিনি বলেছেন, ‘অবশ্যই আমরা যেহেতু পূর্ণ শক্তির দল নিয়ে নামবো, সেহেতু জেতার জন্যই মাঠে নামবো এবং সিরিজ জেতার জন্যই খেলবো ইন শা আল্লাহ।’


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন