ঢাকা রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

Motobad news

ইন্দুরকানীতে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত    

ইন্দুরকানীতে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত    
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের ইন্দুরকানীতে  গোপন ভোটে  ২৯ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাঊন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার  ৬৯ টি  প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২৯ টিতে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

প্রতিটি বিদ্যালয় স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে সাতটি পদের জন্য সাত জন সদস্য নির্বাচিত হবে। 

পরে তাদের কে  পৃথক পৃথক দপ্তর ভাগ করে দেয়া হবে। উপজেলার পূর্ব চরবলেশ্বর, পাড়েরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা যায়, লাইনে দাড়িয়ে শিক্ষার্থীরা গোপন কক্ষে ভোট দিচ্ছে। সেখানে শিক্ষার্থীদের মধ্যে থেকে নির্বাচন কমিশনার, প্রিজাইডিং, পুলিং, আনসার ব্যাচ লাগিয়ে দায়িত্ব পালন করছে। 

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, প্রতিদ্ধন্ধি প্রার্থী থাকায় ২৯ টি প্রাথমিক বিদ্যালয় উৎসবের আমেজে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন