মঠবাড়িয়ায় সাবেক ছাত্রলীগ নেতাকে মামলা দিয়ে হয়রানী: প্রতিবাদে কর্মসূচি ঘোষণা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জানমান নিজাম জেল হাজতে থাকা কালীন সময় পাথরঘাটা থানায় র্যাব-৮ কর্তৃক শ্যোন এ্যারেস্ট নামক মামলায় জড়ানোর প্রতিবাদে লাগাতার কর্মসূচি ঘোষনা করা হয়েছে।
শুক্রবার (৩ জুন) বিকেলে উপজেলা আ’লীগ কার্যালয় এক সংবাদ সম্মেলনে উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রলীগ এ কর্মসূচি ঘোষণা করা হয়।
উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য প্রভাত রায় প্রিন্স লিখিত বক্তব্যে বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ হয়রানীর উদ্দেশ্যে র্যাব কে দিয়ে পাশর্^বর্তী পাথরঘাটা থানার একটি ডাকাতি মামলায় (নং-১৬/২১) শ্যোন এ্যারেস্ট দেখায়। এ হয়রানীমূলক মামলা প্রত্যাহারের জন্য শনিবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ও রোববার স্ব-রাস্ট্র মন্ত্রী বরাবরে স্মারকলিপি দেয়ার কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক, তুষার আহম্মেদ মিলন, কলেজ ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল জমাদ্দার, জেলা ছাত্রলীগ সাবেক সহ সভাপতি মারুফ হোসেন, পৌর ছাত্রলীগ সাবেক সহ সভাপতি সোহেল শেখ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলামীন মল্লিক, উপজেলা ছাত্রলীগ নেতা প্রনয় হালদার বিকি প্রমূখ।
অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) তোফায়েল হোসেন জানান, মামালটি র্যাব-৮ তদন্ত করছেন। তারা হয়তো তার (আখতারুজ্জানমান নিজাম) সংশ্লিষ্টতা পেয়ে শ্যোন এ্যারেস্ট দেখিয়েছেন। এ ব্যাপারে র্যাব-৮ এর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এইচকেআর