ভান্ডারিয়ায় মাদক মামলায় ছাত্রদলের আহবায়ক কারাগারে

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. মাহাফুজ ইসলাম উজ্জল (২৮) কে শুক্রবার কারাগারে প্রেরণ করা হয়েছে।
সে দক্ষিণ পূর্ব ভান্ডারিয়ার আব্দুস সালাম চুন্নু আকনের ছেলে।
জানাগেছে, ভান্ডারিয়া থানা পুলিশ পৌর শহরের বাসস্ট্যান্ড বি.আর.টি.সি কাউন্টারের সামনে মাদক ক্রয়-বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয় তাকে।
এসময় তার দেহ তল্লাশি করে ২১পিচ ইয়াবাসহ আটক করা হয়।
এ বিষয়ে ভান্ডারিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো.মেহেদী হাসান জানান, উপপরিদর্শক (এস.আই) জিয়াউর বাদি হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে। গতকাল শুক্রবার পিরোজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এএজে