ভাণ্ডারিয়ায় ছাত্রলীগ নেতার গাড়ির চাপায় মাদ্রাসা ছাত্র নিহত

পিরোজপুর জেলার ভাণ্ডারিয়ায় ছাত্রলীগ নেতার বেপরোয়া গাড়ির চাপায় মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুন) সন্ধ্যায় চরখালি সড়কের ব্রাক অফিস সংলগ্ন বাইপাস মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্রের নাম তালহা (৮)। সে ২ নম্বর নদমুলা শিয়ালকাঠী ইউনিয়নের দক্ষিণ শিয়ালকাঠী গ্রামের বাসিন্দা ভাণ্ডারিয়া বাজারের ব্যবসায়ী মো. হাবিবুর রহমানের ছেলে ও বন্দর তাফসির ময়দান সংলগ্ন একটি নুরানী মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, সন্ধ্যায় তালহা চাচার বাড়ি থেকে নিজ বাড়ি যাওয়ার জন্য রাস্তায় বের হয়ে বাইপাস অতিক্রমকালে পিরোজপুর ল-১১-২৪৭১ নম্বরের একটি বেপরোয়া গতির গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। এতে সড়ক থেকে ছিটকে বাইরে পড়ে যায় তালহা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘাতক গাড়িটি আটক করার চেষ্টা করা হলে গাড়ির চালক ছাত্রলীগ নেতা সাজিদ নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় এবং সকলকে দেখিয়ে দেওয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এদিকে আহত তালহাতে উদ্ধার করে উপজেলা সাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনিত হলে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে ওই স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক তাসনীয়া প্রেমা।
ভাণ্ডারিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস জানান, নিহতের লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে । এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।
এসএমএইচ