মঠবাড়িয়ায় ছাত্রলীগ নেতাকে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান নিজামকে হয়রানি মূলক মামলায় জড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
শনিবার (৪ জুন) সকালে উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে পৌর শহরে একটি মিছিল বের হয়ে গুরুপ্তপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌরভবন সম্মূখ সড়কে সমাবেশে মিলিত হয়। এসময় উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য প্রভাত রায় প্রিন্স এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মর্তুজা, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক, তুষার আহম্মেদ মিলন, কলেজ ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল জমাদ্দার, জেলা ছাত্রলীগ সাবেক সহ সভাপতি মারুফ হোসেন, পৌর ছাত্রলীগ সাবেক সহ সভাপতি সোহেল শেখ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলামীন মল্লিক, উপজেলা ছাত্রলীগ নেতা সোহাগ মিয়া, প্রনয় হালদার বিকি প্রমূখ।
বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ হয়রানীর উদ্দেশ্যে জেল হাজতে থাকা কালীন সময় আখতারুজ্জামান নিজামকে পাথরঘাটা থানায় (মামলায় নং-১৬/২১) র্যাব-৮ কর্তৃক শ্যোন এ্যারেস্ট দেখায়। এ হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। এসময় রোববার মানববন্ধন ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেয়ার কর্মসূচি ঘোষণা করেন।
এইচকেআর