ভান্ডারিয়ায় মোটর সাইকেল চালকের ফাঁসির দাবিতে মানববন্ধন

পিরোজপুরের ভান্ডারিয়ায় মোটরসাইকেল চাপায় মাদ্রাসা ছাত্র সহপাঠী মো.আবু তালহা (৮)এর মর্মান্তিক মৃত্যুতে চালকের ফাঁসির দাবিতে শনিবার (৪জুন) দুপুরে মাদ্রাসা লাগোয়া ভুবেনশ্বর ব্রীজ সংলগ্ন সড়কে মৃতের সহপাঠী বন্দর নূরানীতা’লীমুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক এবং মাদ্রাসা পরিচালানা কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্তরের মানুষ মানববন্ধন করেছে। সে ২নম্বর নদমুলা শিয়ালকাঠী ইউনিয়নের দক্ষিণ শিয়ালকাঠী গ্রামের বাসিন্দা এবং ভান্ডারিয়া বাজারের ব্যবসায়ী মো. হাবিবুর রহমানের ছেলে ও বন্দর নূরানীতা’লীমুল কুরআন মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
মানববন্ধনে ঐ মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপিত এবং ইসসলামী আন্দোলন বাংলাদেশ (ই.সা আন্দোলন) এর উপজেলা সসভাপতি বাদশা জোমাদ্দার বলেন , ড্রাইভিং লাইসেন্সবিহীন অল্প বয়সী চালকদের বেপরোয়া মনোভাব, মাদকাসক্তি, সড়কের আইনের কার্যকর প্রয়োগ না হওয়ার কারণেই বেশিরভাগ দুর্ঘটনা ঘটছে। এ সময় তিনি আরো বলেন ঘাতক সাজিদ ইশরাক উশৃঙ্খল জীবন-যাপন করতো।
অভিযোগ করে তিনি আরো বলেন, তার কারনে ইতি পূর্বে এক কিশোরী আত্ম হত্যা করেছে। সে মামলার ২নম্বর আসামী সহ একাধিক মামলার আসামী সে। তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি তারা নিরাপদ সড়কের দাবিও জানিয়েছেন অন্যান্য বক্তারা।
জানা গেছে, শুক্রবার (৩জুন) সন্ধ্যায় আবু তালহা চাচার বাড়ি থেকে নিজ বাড়ি যাওয়ার জন্য রাস্তায় বের হয়ে বাইপাস অতিক্রম কালে পিরোজপুর ল-১১-২৪৭১ নম্বরের (ইয়ামাহা এমপি-১৫) একটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে চরখালী থেকে ভান্ডারিয়ায় আসার পথে তাকে ধাক্কা দেয়। এতে সড়ক থেকে ছিটকে বাইরে পড়ে যায় তালহা।
প্রত্যক্ষ দর্শীরা জানান, দুর্ঘটানার পর গাড়িটিকে আটকানোর চেষ্টা করলে সাজিদ (১৯) নামের মোটর সাইকেল চালক নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয়ে সকলকে দেখে নেয়ার দম্ভউক্তি করে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে দ্রুত চলে আসে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে দ্রুত ভান্ডারিয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাথায় আঘাত গুরুতর হওয়ায় দ্রুত বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। স্বজনরা সরকারি এ্যাম্বুলেন্স না পেয়ে একটি প্রাইভেট এ্যাম্বুলেন্স (পুলিশ লেখা) নিয়ে বরিশাল রওয়ানা দিলে কিছু দুর গিয়ে পথি মধ্যে মারা যায় তালহা।
পরে স্বজনরা পুন:রায় ভান্ডারিয়া হাসপাতালে নিয়ে আসলে রাত আনুমানিক সাড়ে আটটায় তাকে মৃত ঘোষণা করা হয় বলে জানান, হাসপাতালের ওই সময়ে কর্তব্যরত চিকিৎসক ডাঃ তাসনীয়া প্রেমা।
এ ব্যাপারে ভান্ডারিয়া থানার অফিসার্স ইন চার্জ (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান,মৃতের লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে শনিবার সকালে ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এবং এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।
এইচকেআর