ভান্ডারিয়ায় গাছ চাপায় দিন মজুরের মুত্যু

পিরোজপুরের ভান্ডারিয়ায় রবিবার দুপুরে গাছ চাপায় মো. নুরুল ইসলাম হাওলাদার(৫৭) নামের দিন মজুরের মৃত্যু হয়েছে।
সে উপজেলা ৪নম্বর ই্কড়ি ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডরের উত্তর ইকড়ি গ্রামের মৃত মুনসুর আলী হাওলাদারের ছেলে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানাগেছে, একই এলাকার গাছের বেপারি সোহেল মোল্লার সাথে প্রতিদিনের মতো গতকাল রবিবারও দৈনিক হাজিরা চুক্তিতে পার্শ্ববর্তী এক বাড়িতে চাম্বল গাছ কাটতে ছিল। গাছের উপরের একটি মোটা ডালের দুই তৃতীয়াংশ কাটার পরে সেটি দড়ি দিয়ে নামাতে গেলে ঐ ডাল ভেঙ্গে চাপা পড়ে ঘটনা স্থলে মারা যায় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসে। ভান্ডারিয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
এইচকেআর