ঢাকা শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

Motobad news

জাতীয় প্রতিযোগীতায় দ্বিতীয় ভাণ্ডারিয়ার নিসা 

জাতীয় প্রতিযোগীতায় দ্বিতীয় ভাণ্ডারিয়ার নিসা 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জাতীয় শিক্ষা সপ্তাহের অনুষ্ঠানে পিরোজপুরের ভাণ্ডারিয়ার মেয়ে নিসা বিনতে জিহাদ সারাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। 

রবিবার (৫ জুন) জাতীয় প্রতিযোগীতায় অংশ নিয়ে দেশের আট প্রতিযোগীর মধ্যে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ে উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান লাভ করেন তনি। 

নিসা বিনতে জিহাদ পিরোজপুরের ভাণ্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী এবং উপজেলার ১৩নং দক্ষিণ শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাহিদুল ইসলাম এবং উপজেলার ৬৭নং নিজ ভাণ্ডারিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাদিজা আক্তার দম্পতির বড় মেয়ে। 

প্রধান শিক্ষক মো. মাহমুদ চৌধুরী জানান, নিসা একজন মেধাবী ছাত্রী। সে ক্লাসে লেখাপড়ায় যেমন ভাল তেমনি ক্রীড়া সাংস্কৃতিক অঙ্গনেও ভাল। গ্রামীণ জনপদের প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকায় গিয়ে অনুষ্ঠানে অংশ গ্রহন করে যে দ্বিতীয় স্থান লাভ করেছে এটাই যথেষ্ট। 
 


এসএমএইচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন