ঢাকা শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

Motobad news

ভান্ডারিয়ায় ব্যবসায়ীদের সাথে কমিটির মতবিনিময় সভা 

ভান্ডারিয়ায় ব্যবসায়ীদের সাথে কমিটির মতবিনিময় সভা 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের ভান্ডারিয়ায় সোমবার সন্ধ্যায় বাজার ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে স্থানীয় সুপারিপট্রি বাজারের বিভিন্ন শ্রেণির ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাজার ব্যবসায়ী সমন্বয় কমিটির সভাপতি মো. মিজানুর রহমান নিপু জোমাদ্দারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস ছালাম খোন্দকার, সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন সিকদার,সহসভাপতি মো.জালাল পোদ্দার,মো. বাদশা জোমাদ্দার, সহ সাধারণ সম্পাদক মো. সহিদ জোমাদ্দার, শেখর সরকার, খোকন বেপারি,আইন সম্পাদক মো.দুলাল মুন্সি, সাংগঠনিক সম্পাদক মো. মাঈনুল হক মিলন,ব্যবসায়ী নেতা সুকুমার দাস,নুরুল ইসলাম, খলিলুর রহমান,সহিদুল ইসলাম ও নাছির মোল্লা প্রমুখ।

সভায় বক্তারা বলেন,ভান্ডার নামে খ্যাত উপকূলীয় দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী এই ভান্ডারিয়া বাজারের দীর্ঘদিনের ভাড়াটিয়া ব্যবসায়ীদের সদ্য গজে ওঠা কিছু প্রবাসীরা এসে ঘরের মালিককে অধিক টাকার প্রলাভন দেখিয়ে ঐ ভারাটিয়াকে নামিয়ে দেয়া হয়। বছর বছর অতিরিক্ত ভাড়া বাড়ানো হয়। যার ফলে ব্যবসায়ীদের নানা সমস্যায় পড়তে। সে জন্য এ সকল বিষয়ের প্রতিবাদে এবং বাজারের সুনাম অক্ষুন্ন রাখতে সকল ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়। এছাড়া ভাসমান দোকাানিদের ফুটপাতের অবৈধ দখল মুক্ত করে দুরদুরান্ত থেকে আসা পথচারীদের নির্ভিঘ্নে চলাচলের বিষয় নিশ্চিত করতে ব্যবসায়ীদেরই উদ্যোগ নিতে হবে। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন