ঢাকা শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

Motobad news

আশ্রয়নের ঘর পেলেও নেই চলাচলের পথ: বিপাকে ভূমিহীন দম্পতি 

আশ্রয়নের ঘর পেলেও নেই চলাচলের পথ: বিপাকে ভূমিহীন দম্পতি 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের মঠবাড়িয়া সরকারের আশ্রয়ন প্রকল্পের আওতায় বসত ঘর পেয়েছেন শামসুল হক (৭০) ও ফিরোজা বেগম (৬০) ভূমিহীন এক দম্পতি। কিন্তু ওই ঘরে আসা-যাবার পথ না থাকায় চরম বিপাকে পরেছেন এ পরিবারটি। শামসুল হক উপজেলার সদর ইউনিয়নের উত্তর মিঠাখালী (২নংওয়ার্ড) গ্রামের মৃত. মোজাম্মেল হক হাওলাদারের ছেলে।

মঙ্গলবার দুপুরে সরেজমিনে ওই গ্রামে গিয়ে দেখা গেছে, বসত ঘর ও মূল সড়কের সাথে চলাচলের কোন রাস্তা না থাকায় শামসুল হক ও ফিরোজা বেগম ভূমিহীন দম্পতি মাঠের মধ্যের হাটু পানি পেড়িয়ে ঘরে আসা-যাওয়া করছেন। বৃদ্ধ শামসুল হক হাওলাদার বয়সের ভাড়ে তেমন কথা বলতে ও চলাচল করতে পারছেন না। ভারী বর্ষা মৌসুমে তাদের চলাচল বন্ধ হবার সম্ভাবনা রয়েছে।

ফিরোজা বেগম বলেন, সরকার ঘর দিয়েছে, কিন্তু রাস্তা না থাকার কারনে সামনে বৃস্টির দিনে ঘরে ঢুকতে-রেরুতে পারবো না। তিনি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেছেন।

ওই গ্রামের মো. রুস্তুম আলী, মাসুম বিল্লাহসহ স্থানীয়রা জানান, বৃদ্ধ ভূমিহীন দম্পতির কোন সন্তানাদি নাই। তাই সব কিছু তাদের নিজেদেরই করতে হয়। রাস্তা না থাকায় তারা প্রতিদিন চরম ভোগান্তি পোহাচ্ছেন। ওই পারবারটি যাতে চলাচল করতে পারেন সেজন্য তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি ভৌমিক বলেন, সরেজমিনে গিয়ে ওই পরিবারটির জন্য শীঘ্রই চলাচলের পথের ব্যবস্থা করার চেষ্ট করবো।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন