কাউখালীতে ইয়াবাসহ গ্রেফতার ১

গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন
পিরোজপুরের কাউখালীতে ৫ পিস ইয়াবাসহ সিদ্দিকুর রহমান নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১১ জুন) রাতে উপজেলার চিরাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সিদ্দিক উপজেলার সুবিদপুর গ্রামের মৃত সোবাহান হাওলাদারের ছেলে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. বনি আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্দিকুরকে চিরাপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তার নিকট থেকে ৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন