নাজিরপুরে দুই ইউপি’র নির্বাচনের প্রার্থীদের সাথে মতবিনিময়

পিরোজপুরের নাজিরপুরে দুই ইউপির নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে উপজেলার সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল সদীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমান, বরিশাল র্যাব-৮ এর সিও জামিল হাসান, জেলা অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আল মামুন, থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির প্রমুখ।
এ ছাড়া প্রার্থীদের পক্ষে উপজেলা কলারদোয়ানিয়া ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী মো. কবির বাহাদুর, স্বতন্ত্র প্রার্থী মো. হাসানাত ডালিম, দেউলবাড়ি দোবরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এফএম রফিকুল ইসলাম প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উপজেলার দেউলবাড়ি দোবরা ইউনিয়নে ৩ জন চেয়ারম্যান, ৩১ জন সাধারন মেম্বার, ১০ জন সংরক্ষিত নারী মেম্বার প্রার্থী এবং কলারদোয়ানিয়া ইউনিয়নের ৮জন চেয়ারম্যান, ৩২ সাধারন মেম্বার ও ৯ জন সংরক্ষিত নারী মেম্বার প্রার্থী ওই মতবিনিয় সভায় অংশ গ্রহন করেছেন। উল্লেখ্য, ওই দুই ইউনিয়নে আগামী ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।
এইচকেআর