ইন্দুরকানীতে স্কুলছাত্রীকে ধর্ষণ: অটো চালক আটক

পিরোজপুরের ইন্দুরকানীতে প্রেমে ফাঁদে ফেলে এক স্কুল ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকালে উপজেলার দড়িচর গাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা কালু হাওলাদার বাদী হয়ে রোববার সকালে মুসা খান (১৯) সহ তার সহযোগীদের আসামী করে ইন্দুরকানী থানায় মামলা দায়ের করেন।
পুলিশ মুসাকে আট করেছে এবং ভিকটিম স্কুল ছাত্রীকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে।
ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে উপজেলার কালিবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ঐ ছাত্রী স্কুল থেকে বাড়ী ফেরার পথে মুসা তার বন্ধুদের সহায়তায় তাকে কথা বলবে বলে তার বাড়ীতে ডেকে নিয়ে যায়। পরে তাকে জোড় করে একাধিকবার ধর্ষণ করে। স্কুল ছাত্রীর চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে বাড়ীতে পৌছে দেয়।
বিষয়টি শুনে রোববার সকালে স্কুুল ছাত্রীর পিতা মুসা ও তার সহযোগীদের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় মামলা করেন।
স্কুল শিক্ষার্থীর বাবা কালু হাওলাদার জানান, একই গ্রামে বাড়ী থাকায় মুসা কৌশলে আমার মেয়েকে তার বাড়ীতে ডেকে নিয়ে ধর্ষণ করে। আমি মুসার শাস্তি চাই।
মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্দুরকানী থানার এসআই মাহমুদ হোসেন জানান, স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। মুল আসামীকে আটক করে রোবাবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক জানান, প্রেমের ফাঁদে ফেলে স্কুল ছাত্রীকে আটকিয়ে ধর্ষণ করেছে। মামলা হওয়ার পর আসামী গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
এইচকেআর