মহানবীকে কটুক্তির প্রতিবাদে স্বরূপকাঠিতে মানববন্ধন

মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার কটুক্তির প্রতিবাদে স্বরূপকাঠিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জমিয়তে হিযবুল্লাহ ও জমিয়তে ছাত্র হিযবুল্লাহসহ কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লী।
সোমবার সকালে উপজেলা পরিষদ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ডাঃ মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ছারছীনা আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা মো. শরাফত আলী, জমিয়তে হিযবুল্লার মহাসচিব মাওলানা রুহুল আমিন সালেহী, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আজম ওহিদুল আলম, যুব হিযবুল্লাহর সম্পাদক মাওলানা মো. রুহুল আমিন আবসারী,দপ্তর সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন সালেহী প্রমুখ।
এইচকেআর