মঠবাড়িয়ায় প্রধানমন্ত্রীর ১০ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মখন লাল দাস মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ভার্চ্যুয়ালে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান খান।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাসরিন জাহান, সহকারি কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত, সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু আকন, মুজিবুল হক খান মজনু, মঠবাড়িয়া থানার এস.আই আব্দুল কুদ্দুস প্রমূখ। এ কর্মশালায় উপজেলার সরকারি সকল দপ্তরের কর্মকর্তা, প্রতিনিধি এবং বিভিন্ন জন প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এইচকেআর