বালুবোঝাই ট্রলারের ধাক্কায় ভেঙ্গে গেল সেতু

বালুবোঝাই ট্রলারের ধাক্কায় ভেঙ্গে গেছে সেতু। এসময় ভেঙ্গে যাওয়া সেতুর একাংশ ট্রলারের উপর পড়ে যায়। তবে এ ঘটনায় আহত হয়নি কেউ। এদিকে স্থানীয়রা ট্রলারটি আটক করেলেও বন্ধ রয়েছে পারাপার।
সোমবার সকাল সাড়ে নয়টায় উপজেলার ২১ নম্বর দক্ষিণ কালাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কালাইয়া - ইন্দুরকানী দুই গ্রামের সংযোগ খালে এ ঘটনা ঘটে। হঠাৎ সেতুটি ভেঙ্গে যাওয়ায় স্কুলের ছাত্র- ছাত্রী ও সাধারণের পারাপারে দেখা দেয় দুর্ভোগ। এসময় স্কুলের ছাত্রছাত্রীরা পারাতে না পেরে অনেকেই বাড়ী ফিরে যায়।
স্থানীয়রা জানান, দীর্ঘ দেড় বছরের বেশী সময় ধরে প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণের কাজ করতে ঠিকাদারের মালামাল পরিবহনে সেতুটি লক্কর জক্কর হয়ে গেছে। সেই জড়াজির্ণ সেতু বালুবোঝাই ট্রলারের সজোড়ে ধাক্কা দিলে সেতুটি ভেঙ্গে যায়।
পরে স্থানীয়রা ট্রলারটি আটক করলে ট্রলার মালিক জাহিদুল ইসলাম সেতু মেরামতের শর্তে ট্রলারটি ছেড়ে দেয়া হয়। ওই সেতু দিয়ে এলাকাবাসী সহ বিদ্যালয়ের ছেলে মেয়েদের পার হতে হয়। সেতু ভেঙ্গে যাওয়ায় আপাতত বন্ধ রয়েছে পারপার।
২১নং দক্ষিণ কালাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম লোকমান হোসেন জানান, বিদ্যালয় ভবন নির্মানের কাজের জন্যই সেতুটি জড়াজির্ণ হয়ে পড়েছে। কিন্তু বালু বোঝাই ট্রলার সজোড়ে ধাক্কা না দিলে সেতুটি যেত না। বিদ্যালয় শুরুর আগে সেতুটি ভেঙ্গে যাওয়ায় অনেক শিক্ষার্থী ক্লাশে আসতে পারে নাই। দ্রুত সেতুটি নির্মাণ প্রয়োজন।
উপজেলা এলজি ইডির উপ প্রৌকশলী রবীন্দ্রনাথ হালদার জানান, সেতুটি যারা ভেঙ্গেছে তাদের ট্রলার আটক করে মেরামতের ব্যবস্থা করতে হবে। এছাড়া সেতুটি নির্মানের জন্য প্রাক্কলণ দেয়া আছে, বরাদ্দ পেলে দ্রুত ণির্মাণ করা হবে।
এইচকেআর