কাউখালীতে জাতীয় ফল মেলা শুরু

“বছরপ্যাপী ফল চাষে, অর্থ পুষ্টি দুই-ই আসে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে জাতীয় ফল মেলা- ২০২২ এর উদ্বোধন করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাউখালীর উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বরে এ জাতীয় ফল মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট একেএম আব্দুস শহীদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা জেপি সাধারণ সম্পাদক মঞ্জুরুল মাহাফুজ পায়েল, উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজম শরীফ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিপন চন্দ্র ভদ্র, ইউপি চেয়ারম্যান সিকদার মো. দেলোয়ার হোসেন, মোস্তাফিজুর রহমান, জাহাঙ্গীর হোসেন, শিক্ষানুরাগী ও সমাজসেবক আ. লতিফ খসরু প্রমূখ। মেলায় বিভিন্ন প্রজাতির মৌসুমী ফলের সমারোহ হয়।
এইচকেআর