স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনে যাচ্ছে পিরোজপুর থেকে ৭লঞ্চ

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পিরোজপুর জেলার ৭ উপজেলা এবং চরটি পৌর সভা থেকে ৭ টি লঞ্চে প্রায় ১৫ হাজার আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (জেপি)র নেতা কর্মী শুক্রবার (২৪জুন) বিকালের দিকে রওয়ানা দিয়েছেন।
এ ৭টি লঞ্চের মধ্যে যুবরাজ-৭ লঞ্চে জাতীয় পার্টি (জেপি)র নেতা কর্মীরা রয়েছেন বলে জানিয়েছেন জাতীয় পার্টি (জেপি)র সিনিয়র যুগ্ম আহবায়ক ও ভান্ডারিয়া পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার। পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ বিষয়টি নিশ্চিত করেছেন।
যে লঞ্চে আওয়ামী লীগ নেতা কর্মীরা যাচ্ছেন সেগুলো হল কীর্তন খোলা-১০,পারাবাত-৮,ঈগল-৮,মর্নিং সান-৫ ও ৯,সুরভী-৭। তিনি সাংবাদিকদের আরো জানান, প্রতিটি লঞ্চে থাকা ১৪দলীয় শরিক আওয়ামী লীগ সহ জাতীয় পার্টি-জেপির দলীয় নেতা কর্মীদের চা নাস্তা ও রাতে খাসি,গরু, মুরগীর মাংস ও ডাল দিয়ে সাদা ভাতা খাওয়ানো হবে। শনিবার সকালে নাস্তা ও ফেরার সময় বিরিয়ানী খাওয়ানো হবে। আসা যাওয়া ও খাওয়ার সব ব্যায় তিনি ব্যক্তিগত ভাবে বহন করবেন।
ভান্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি জেপির সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু জানান, তারাও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজের নেতৃতেই পদ্মাসেতুর উদ্ভোধনী অনুষ্ঠানে যাচ্ছেন। এবং যাওয়া-আসা, খাওয়া,নাশ্চতা, লঞ্চের সাজসজ্জার সকল খরচ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ এবং ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ ও উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজের পক্ষ থেকে বহন করছেন।
এইচকেআর