ঢাকা শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

Motobad news

ইন্দুরকানীতে মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার

ইন্দুরকানীতে মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের ইন্দুরকানীতে এমরান খলিফা (২০) নামে ভাড়ায় চালিত এক মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।   

সোমবার সকাল ১০ টায় উপজেলার পাড়েরহাট ইউনিয়নের হোগলাবুনিয় গ্রামের একটি বাগান থেকে পুলিশ গলায় রশি লাগানো  অবস্থায় ‍এ মরদেহ উদ্ধার করে। 

নিহত এমরান খলিফা উপজেলার হোগলাবুনিয়া গ্রামের দিনমজুর আঃ কুদ্দুস খলিফার ২য় ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।  

স্থানীয় হোগলাবুনিয়া ওয়ার্ডের ইউপি সদস্য আবুল বাশার জানান,  অভাবে সংসার এমরান  ভাড়ায় মোটরসাইকেল চালায়, দেনার দায় অভিমান করে গলায় ফা‍ঁস দিতে পারে।

 
ইন্দুরকানী থানার ওসি  (তদন্ত) মো. শামীম আহম্মেদ জানান,  মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।  অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টে বিস্তরিত জানা যাবে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন