পদ্মা সেতু নিয়ে সমালোচনা, পিরোজপুরে মাদ্রাসা সুপারিনটেনডেন্ট লাঞ্ছিত

পিরোজপুরের ইন্দুরকানীতে কথার প্রসঙ্গে পদ্মা সেতু নির্মাণে সরকারের দুর্নীতি, অনিয়ম ও লুটপাটের অভিযোগ তোলেন এক মাদ্রাসা সুপারিনটেনডেন্ট। এতে ক্ষিপ্ত হয়ে সেখানে উপস্থিত থাকা যুবলীগ নেতা তাকে লাঞ্ছিত করেছে। লাঞ্ছিত হওয়া মো. ওয়াহিদুজ্জামান বালিপাড়া ইউনিয়নের এসডি মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৭ জুন) বেলা ১১ টায় ইন্দুরকানী বাজারে মাকসুদুর রহমানের ফার্মেসীতে (জোহরা মেডিকেল) যুবলীগ নেতা হেলাল উদ্দিন আকন ও আওয়ামী লীগকর্মী মনিরসহ বেশ কয়েকজন বসা ছিলেন। এসময় মাদ্রাসা সুপারিনটেনডেন্ট অহিদুজ্জামান সেখানে ঢুকলে হেলাল আকন তাকে চেয়ার ছেড়ে বসতে দেন।
যুবলীগ নেতা হেলাল উদ্দিন তার এ কথার প্রতিবাদ করলে সুপারিনটেনডেন্ট অহিদুজ্জামান সরকারের নানা দুর্নীতি ও অনিয়মের বিষয়ে নিয়ে অশালীন মন্তব্য করেন। এতে ক্ষিপ্ত হয়ে হেলাল উদ্দীন তার উপর চড়াও হলে আশপাশের লোকজন এসে জড়ো হন। এতে পরিস্থিতি উত্তেজনাকর হলে স্থানীয় দোকানদাররা ওই সুপারিনটেনডেন্টকে দ্রুত সরিয়ে দেন তাতে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
তবে সরকারকে নিয়ে সুপারিনটেনডেন্ট অহিদুজ্জামানের এ ধরনের অশালীন মন্তব্য করায় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে সাবেক ইউপি সদস্য হেলাল উদ্দিন আকন জানান, 'মাদ্রাসা সুপার ওয়াহিদুজ্জামান পদ্মা সেতু নির্মাণ নিয়ে সরকারের বিরুদ্ধে নানা অশালীন মন্তব্য করেন। আর এ নিয়ে তার সাথে আমার তর্ক হয়। ওই মাদ্রাসার সুপার মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর আপন ছোট ভাইয়ের মেয়ে জামাই এবং তিনি একজন জামায়াত অনুসারী। এ বিষয়ে থানায় ওই সুপারের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।'
এ ঘটনার প্রত্যক্ষদর্শী মনির ও সুমন জানান, পদ্মা সেতু নির্মাণ নিয়ে ওই মাদ্রাসার সুপার সরকারের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের সমালোচনা করেছেন।
সুপারিনটেনডেন্ট অহিদুজ্জামা বলেন, আমার টাকায় আমার সেতু স্বপ্নের পদ্মা সেতু। এটা না লিখে 'আমাদের টাকায় আমার সেতু, স্বপ্নের পদ্মা সেতু' সরকারের এটা লেখা উচিত ছিল। কারণ পদ্মা সেতু নির্মাণের ওই টাকায় আমাদের প্রত্যেকেরই অংশ রয়েছে। আর শুধু এটা বলায় হেলাল আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে গালাগালি ও লাঞ্ছিত করেছে।
বালিপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আসাদুজ্জামান বাচ্চু জানান, আমার বাড়ির পাশেই তার মাদ্রাসা প্রতিষ্ঠান। এর আগে সরকারকে নিয়ে প্রায়ই নানারকম বিতর্কিত মন্তব্য করে তিনি ঐ এলাকায় সমালোচিত হয়েছেন। সরকার বিরোধী কর্মকান্ডের কারণে তার নামে ২০১৩ সালে সংঘটিত নাশকতামূলক একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এম মতিউর রহমান জানান, পদ্মা সেতু আমাদের অহংকার। পদ্মা সেতু নির্মাণ হওয়ায় গোটা দক্ষিণাঞ্চলবাসী বেশি উপকৃত হবে। এর জন্য সরকারকে ধন্যবাদ জানানোর পরিবর্তে যারা সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে নানা কটূক্তি ও সমালোচনা করেন তারা দেশের উন্নয়ন কর্মকান্ডকে বাধাগ্রস্থ করতে চান বলে আমি মনে করি।
এমইউআর