কাউখালীতে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুরের কাউখালীতে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। বুধবার (২৯ জুন) সকালে লঞ্চঘাটে মানিক-১ লঞ্চে চাঁদপুর থেকে গাঁজার চালান নিয়ে আসা কাউখালী উপজেলার চিরাপাড়া গ্রামের মৃত: আবুল হোসেন এর পুত্র মোঃ রুবেল (৪৪), ও ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া গ্রামের ছালাম সরদার এর পুত্র মোঃ ইলিয়াস সরদারকে ৫ কেজি গাাঁজসহ গ্রেফতার করে থানা পুলিশ।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ বনি আমিন জানান, আসামীদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের রিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার পক্রিয়া চলমান। তিনি আরো বলেন রুবেল এবং ইলিয়াস সরদার এর নামে কাউখালী থানাসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে। এছাড়াও গত মঙ্গলবার উপজেলার নিলতী গ্রামের পান্নু মীরকে ১০২ পিচ ইয়াবাসহ ও চিরাপাড়া গ্রামের ইলিয়াস কসাইকে গরু চুরি মামলায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরন হয়েছে।
এসএমএইচ