শিক্ষক হত্যা ও লাঞ্চিতর প্রতিবাদে নাজিরপুরে মানববন্ধন

সাভারে শিক্ষককে পিটিয়ে হত্যা ও নড়াইলে শিক্ষক লাঞ্চিতের প্রতিবাদে নাজিরপুরে শিক্ষকরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।
বুধবার সকালে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা।
বাকবিশিস এর উপজেলা সভাপতি উপধ্যাক্ষ মো. মুজিবর রহমান বালি’র সভাপতিতত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নাজিরপুর কলেজের অধ্যাপক আবুল কাশেম খান, কলেজ শিক্ষক মৃদুল কান্তি মাঝি, নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার হালদার, মাটিভাঙ্গা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সন্তোষ কুমার মজুমদার প্রমুখ। পরে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এইচকেআর