ঢাকা শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

Motobad news

শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার সেই অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার সেই অধ্যক্ষ সাময়িক বরখাস্ত
অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ভাণ্ডারিয়ার আতরখালী ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ইদ্রিশ আলী সিকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সীমা রাণী ধর বুধবার জানান, কোনো শিক্ষক-কর্মচারীসহ কোনো চাকরিজীবি মামলার আসামি হয়ে জেল হাজতে গেলে বিধি অনুয়ায়ী তিনি সাময়িক বরখাস্ত হবেন। ওই অধ্যক্ষের বেতন-ভাতা বন্ধ রেখে উপাধ্যক্ষ মো. জাকির হোসেনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

গত সোমবার দুপুরে অধ্যক্ষের অফিস রুমে ওই মাদ্রাসার আয়া নাশতার প্লেট আনতে গেলে তাকে মাদ্রাসার অধ্যক্ষ শ্লীলতাহানি করেন। পরে ভুক্তভোগী ওই নারী পুলিশের জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে থানা পুলিশ তাৎক্ষণিকভাবে অধ্যক্ষকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

পরে সোমবার রাতে ভাণ্ডারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভুক্তভোগী আয়া মামলা করলে মঙ্গলবার আদালতের মাধ্যমে অধ্যক্ষ ইদ্রিশ আলীকে কারাগারে পাঠানো হয়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন