ভান্ডারিয়ায় নকল স্যাম্পু বিক্রয়কারীদের জরিমানা

পিরোজপুরের ভান্ডারিয়ায় নকল স্যাম্পু বিক্রয়ের অপরাধে দুই ব্যক্তিকে ৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি রুমানা আফরোজ বৃহস্পতিবার (৩০জুন) দুপুরে ভান্ডারিয়া পৌর শহরের বটতলা নামক স্থানে নকল স্যাম্পু বিক্রয়ের গোপন সংবাদে অভিযান পরিচালনা করেন।
এসময় নারায়নগঞ্জের ফতুল্লা এলাকার জামাল হোসেন (৪৫) এবং একই এলাকার সেলিম হোসেন (৩২) নামের দুই ব্যক্তি বটতলা এলাকার ব্যবসায়ীদের কাছে স্বল্পমূল্যে এ পণ্য বিক্রয়কালে হাতে নাতে ধরার পড় তারা অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমান আদালত বসিয়ে উভয়কে ২০০৯সালের ভোক্তা অধিকার আইনের ৪১ধারায় প্রত্যেককে ২৫হাজার টাকা করে মোট ৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। থানা পুলিশের উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নকল প্রসাধনী বিপননকারী এবং দোকানীদের নকল এবং ভূয়া কোম্পাণীর মালামাল ক্রয় বিক্রয়ের বিষয়ে সতর্ক করা হয়।
এইচকেআর